ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে বিমান হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, জুলাই ৯, ২০২৩
সুদানে বিমান হামলায় নিহত ২২

সুদানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর সপ্তাহব্যাপী লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে এটি একটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়।

এদিকে হামলার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এর আগে, গত মাসে খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়।

গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরুর পর সুদানের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে।

আরএসএফের দ্রুত আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান ও কামান হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

আবাসিক এলাকায় হওয়া এই হামলা জন্যও সেনাবাহিনীকে দায়ী করেছে আরএসএফ। তারা বলছে হামলা ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আরএসএফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘এই জঘন্য হামলা সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) দ্বারা সংগঠিত...যার কারণে ৩১ জনেরও বেশি প্রাণ এবং অসংখ্য বেসামরিক আহত হয়েছে। ’

যদিও সামরিক বাহিনীর কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।