ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় উদ্বোধন হল ‘জ্যোতি বসু নগরী’

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

কলকাতা: কলকাতায় বৃহস্পতিবার বিকেলে জ্যোতি বসু নগরীর উদ্বোধন করা হয়েছে। রাজারহাটের নিউটাউন উপনগরী এখন থেকে জ্যোতি বসু নগরী নামে পরিচিত হবে।



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিকেলে এই নগরীর নতুন নামকরণের ঘোষণা দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের আবাসন মন্ত্রী গৌতম দেব, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল শ্যামল সেন,  বিশিষ্ট সাংবাদিক এম জি আকবর, বাংলাদেশের উপরাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, রাজ্য কংগ্রেস সভাপতি মানষ ভুইয়া, বিজেপি নেতা তপন শিকদারসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি।

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, চিত্রপরিচালক গৌতম ঘোষও এসময় উপস্থিত ছিলেন।

অবশ্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও এদিনের অনুষ্ঠানেও আসেননি রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

নতুন এই নগরীর নাম ঘোষণার  পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় ৭ দশমিক ৫৫ একর জমির ওপর নির্মিত জ্যোতি বসু শিশু উদ্যান। এই উদ্যানে রয়েছে একটি বিজ্ঞান যাদুঘর, নাট্যমঞ্চ ও খেলাধূলার বিভিন্ন ব্যবস্থা।

এই নামকরণ অনুষ্ঠান উপলক্ষে ৭-১০ অক্টোবর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক, লোকগান ও মেলা। এছাড়া জ্যোতি বসুর জীবনী এবং ছবিসহ একটি প্রর্দশনীও আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ