ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোতে মুখোশধারী বন্দুকধারীর হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
মেক্সিকোতে মুখোশধারী বন্দুকধারীর হামলায় নিহত ৯

বন্দুকধারীর সোমবার (১০ জুলাই) সেন্ট্রাল মেক্সকোর শহর টোলুকাতে একটি পাবলিক মার্কেটে হামলার পর অগ্নিসংযোগ করলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রসিকিউটররা জানিয়েছেন, হামলাকারীরা এসে প্রথমে গুলি চালায়।

পরে তারা বাজারের কিছু অংশে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তারা বলেছেন, যে নিহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে। তবে পরিচয় এখনও জানানো হয়নি।

একটি বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) পশ্চিমে অবস্থিত টোলুকা। এটি এক মিলিয়ন বাসিন্দার শহর। এটিকে রাজধানীর মেট্রোপলিটন এলাকার অংশ হিসেবে বিবেচনা করা হয়।

রাষ্ট্রীয় প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে যে, ঘটনাটি বাজারে বাণিজ্যিক স্থানের দখল নিয়ে অভ্যন্তরীণ বিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।