ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আটকাদেশের বিরুদ্ধে করা সুচির আপিলের শুনানি পিছিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
আটকাদেশের বিরুদ্ধে করা সুচির আপিলের শুনানি পিছিয়েছে

ইয়াংগুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির আটকাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মিয়ানমারের সর্বোচ্চ আদালত শুক্রবার এ আদেশ দেন।

 

সুপ্রিম কোট থেকে জারি করা নোটিশে বলা হয় বিচারপতি সুচির আবেদনটি বিশেষ আবেদন হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত মে মাসে সুচি আবেদনটি করেন। এরআগে গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিমকোর্ট তার আবেদন দুই বার প্রত্যাখ্যান করেছেন।

নোবেল বিজয়ী নেত্রী সুচির গৃহবন্দিত্বের মেয়াদ দেশটিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর অর্থাৎ ১৩ নভেম্বর শেষ হচ্ছে। বিশ্লেষকদের মতে সামরিক জান্তা ক্ষমতাকে সুদৃঢ় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সুচি গত দুই দশক ধরে বন্দি অবস্থায় কাটাচ্ছেন। গত বছর আগস্ট মাসে বন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগে তার আটকাদেশের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়।

১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সুচির দল এনএলডি নির্বাচিত হলেও সামরিক জান্তা ক্ষমতা গ্রহণ করতে দেয়নি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ