ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় পরিত্যক্ত কাভার্ডভ্যানে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
মেক্সিকোয় পরিত্যক্ত কাভার্ডভ্যানে ১৪৮ অভিবাসনপ্রত্যাশী

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই যুক্তরাষ্ট্রের অভিবাসনপ্রত্যাশী ছিল।

উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৩ জন শিশু-কিশোর। যাদের সবাই অভিভাবকহীন।

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশনের (আইএনএম) এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইএনএম জানায়, শুক্রবার (২১ জুলাই) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রজের মহাসড়কের পাশ থেকে ১৪৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ সময় এলাকাটিতে প্রচণ্ড তাপামাত্রা ছিল। কাভার্ডভ্যানের ভেতর মানুষগুলোকে গাদাগাদি করে রাখা হয়েছিল।

যে কাভার্ডভ্যানে অভিবাসনপ্রত্যাশীরা ছিল, সেটির চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চালক পালিয়ে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীরা মধ্য আমেরিকার হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা। তারা বর্তমানে মেক্সিকোর ন্যাশনাল সিস্টেম ফর ইন্টিগ্রাল ফ্যামিলি ডেভেলপমেন্টের কাছে রয়েছে।

গত সপ্তাহ থেকে এ ঘটনা পর্যন্ত ভেরাক্রুজ রাজ্য থেকে অন্তত ৬০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে মেক্সিকো কর্তৃপক্ষ। সহিংসতা ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা এসব অভিবাসী প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভেরাক্রুজের মধ্য দিয়ে ভ্রমণ করে। সংঘাত, ক্ষুধা ও দারিদ্রতার কারণে এ অঞ্চলটির বাসিন্দারা ভেরাক্রজ রাজ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। তাদের লক্ষ্য শুধুমাত্র উন্নত জীবন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।