ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধযান ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধযান ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত চারটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলসহ ইউক্রেনের একটি আর্মার্ড গ্রুপ ধ্বংস হয়ে গেছে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ১২ সেকেন্ডের এই ভিডিও ফুটেজ শেয়ার করা হয়।

যদিও, নিরপেক্ষভাবে ওই ভিডিও ফুটেজটি তদন্ত করা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ধ্বংস হওয়া বেশ কয়েকটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল পড়ে রয়েছে। তার পাশ দিয়ে একটি ট্যাংক চলে যাচ্ছে।

ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল ধ্বংস হওয়ার স্থানকে রুশ সেনারা কবরস্থান বলে উল্লেখ করেছে।

দিনিপার নদীর ৫০ কিলোমিটার পূর্বে জাপোরিঝিয়া অঞ্চল থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও ফুটেজে বলা হয়েছে- একটি মাত্র সংঘর্ষের ঘটনায় এসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এখন পর্যন্ত ২০০ ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল সরবরাহ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।