ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে বামদলগুলির ডাকে ৫ জুলাই ভারত বনধ্

রক্তিম দাশ, কলকাতা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১০

কলকাতা: এবার জ্বালানির মূল্য বাড়ার প্রতিবাদে ভারত বনধ্ ডাকতে চলেছে চার বামদল। এ বিষয়ে তারা অকংগ্রেসি ও অবিজেপি দলগুলিকেও সামিল করতে চলেছে।



বামদলগুলির একটি সুত্র থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে চার বামদল সিপিআই, সিপিএম, আরএসপি ও ফরওর্য়াড ব্লক- এর কেন্দ্রিয় নেতাদের এক বৈঠকে আগামী ৫ জুলাই ভারত বনধ্ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বনধে আরজেডি, সমাজবাদি পার্টি, এআইডিএমকে, তেলেগু দেশমের মতো অকংগ্রেসি ও অবিজেপি দলগুলিকেও সামিল করার চেষ্ঠা করা হবে।

এছাড়া আগামী ১ জুলাই নয়াদিল্লিতে এই জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে তারা একটি কনভেনশান করতে চলেছেন। এই কনভেনশানে অকংগ্রেসি ও অবিজেপি দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

যৌথভাবে একটি মঞ্চ তৈরি করে এবার ইউপিএ সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলনে নামতে চাচ্ছেন বামপন্থীরা।

সোমবার ভারত বনধের কথা ঘোষনা না দেওয়া হলেও আজ ৪ বামদলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘন্টা, জুন ২৯, ২০১০
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।