ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সতর্ক করেছে যে, তাদের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত করে রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

যুক্তরাজ্যের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তা এমনটাই ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ব্রিটেনের কাছে তথ্য ছিল যে, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করেছে।

গত সপ্তাহে বেসামরিক জাহাজ এবং সামুদ্রিক মাইনগুলোতে সম্ভাব্য রাশিয়ার আক্রমণের বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছিল হোয়াইট হাউস।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।