ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় পারমাণবিক স্থাপনা শহরে ভুয়া বোমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০

মস্কো: রাশিয়ার লেসনয় শহরের অত্যন্ত গোপনীয় পারমাণু বোমা স্থাপনা কেন্দ্রে শুক্রবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালিয়ে পরে একটি ভুয়া বোমা উদ্ধার করে।

এটি একটি স্বাস্থ্যকেন্দ্রের জানালা থেকে উদ্ধার করা হয়। ভুয়া বোমাটি একটি সময়নিয়ন্ত্রিত যন্ত্রসহ তার পেঁচানো অবস্থায় পাওয়া যায়। খবর জিনিউজের।

পরে ভুয়া বোমাটি রোবটের সাহায্যে ধ্বংস করে ফেলা হয়।

খবরে বলা হয়, ভুয়া বোমাটির ভেতরে বেনামি দুটি চিঠি পাওয়া যায়। তাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে শহরের নাগরিকদের সমস্যা সম্পর্কে রাশিয়ার কর্তৃপক্ষের কাছে অভিযোগ লিখিত ছিল।

এটিতে আরো লেখা ছিল, ‘যদি সাহায্য না আসে তবে লেসনয় নাগরিকরা সমবেতভাবে ব্যবস্থা নেবে। ’

বিষয়টি জনসাধারণ ও সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য বোমা আকারে রাখা হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ভুয়া বোমাটি খুঁজে পাওয়ার পর স্নিফার কুকুর দিয়ে বোমাটি পরীক্ষা করা হয়। তাতে লেখা ছিল, বোমাটির কাছে আসাটাই শুধু নয়, স্বাস্থ্যকেন্দ্রের কাছে আসাটাও বিপদজনক।

এদিকে, বোমাটির খবরে বোমা নিষ্ক্রিয়করণ দলসহ স্থানীয় পুলিশ ভবনটি ঘিরে ফেলে। একই সঙ্গে পার্শ্ববর্তী দুটি ভবন ও একটি বিদ্যালয় খালি করে ফেলা হয়।
উল্লেখ্য, পরমাণু বোমা স্থাপনা এলাকাটি ৩শ ৫০ জন এফএসবি নিরাপত্তা রক্ষী সব সময় পাহারা দেয়।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ