ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ বাতিল করছে চীনা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ বাতিল করছে চীনা প্রতিষ্ঠান

ভারতে কারখানা করতে চেয়েছিল চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি মোটরস। সে লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সেটি বাতিল করে।

এ বিনিয়োগের অধীনে মূলত মুম্বাইভিত্তিক কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে যৌথভাবে বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনা ছিল বিওয়াইডি মোটরসের। এবার বিওয়াইডিই তাদের ভারতীয় অংশীদারদের এ বিনিয়োগ বাতিলের কথা জানিয়েছে।

ভারতীয় ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গত এপ্রিলে ভারতে কারখানা করতে নিজেদের ইচ্ছার কথা জানায়। এ ক্ষেত্রে তারা মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নামে ভারতীয় একটি কোম্পানিকে অংশীদারত্ব দিতে আগ্রহী হয়।

বিনিয়োগের এ প্রস্তাব বাতিল করতে ভারতের কারণ নিরাপত্তাজনিত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিওয়াইডির প্রস্তাব নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের মতামত জানতে চায়। এ সময় মন্ত্রণালয়গুলো নিরাপত্তাজনিত কারণ তুলে বিওয়াইডির বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করে। যে কারণেই মূলত বিওয়াইডির প্রস্তাব বাতিল হয়। এ বিষয়টিকে মুখ্য বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে বিওয়াইডিও।

ইকোনমিক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মেঘা ইঞ্জিনিয়ারিংকে নিজেদের বিনিয়োগ বাতিলের কথা জানিয়ে দেয় বিওয়াইডি। বিষয়টি নিয়ে তাদের দ্বিতীয় ভাবনার বিষয়টিও পরিষ্কার নয়। মেঘা ইঞ্জিনিয়ারিংও এ বিষয়ে কিছু বলতে রাজি নয়। তবে, বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে বিওয়াইডিকে অপেক্ষা করতে বলেছে মেঘা ইঞ্জিনিয়ারিং।

উল্লেখ্য, কারখানা করতে না পারলেও গত ১৬ বছর ধরে ভারতে ব্যবসা করছে বিওয়াইডি। গত বছর একটি মডেলের ৭০০টি গাড়ি বিক্রি করে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।