ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অং সান সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
অং সান সু চিকে ৫ অপরাধে ক্ষমা ঘোষণা

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির পাঁচটি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। মোট ১৯টি অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছিল এই নেত্রীকে।

এগুলোর মধ্যে মাত্র পাঁচটি অভিযোগ ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে।

ক্ষমা করা পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ক্ষমা ঘোষণার মাধ্যমে সু চির সাজার মেয়াদ ছয় বছর কমবে।

মূলত বৌদ্ধ চল্লিশা উপলক্ষে সাত হাজার বন্দির ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুচিও এই তালিকার একজন। খবর আল জাজিরা।

সাবেক এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেপিডোর কারাগার থেকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের গোঁড়ার দিকে সামরিক বাহিনী তার সরকারকে পতন ও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারপর থেকে সুচি আটক রয়েছেন।

যদিও তার বিরুদ্ধে আসা সব অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেছেন।

একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ক্ষমা পাওয়া সত্ত্বেও অং সান সু চি আটক থাকবেন।

সূত্রটি বলেছে, তিনি গৃহবন্দি থেকে মুক্ত হবেন না।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও ১৪টি মামলার মুখোমুখি রয়েছেন। তার কিছু সাজা মাফ করা হলেও তাকে পুরোপুরি মুক্ত করা হয়নি। তাকে এখনো ১৪টি মামলার মুখোমুখি হতে হবে। ১৯টির মধ্যে মাত্র পাঁচটি মামলা ক্ষমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।