ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে রুশ বন্দরের কাছে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
কৃষ্ণ সাগরে রুশ বন্দরের কাছে ড্রোন হামলা

কৃষ্ণ সাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের কাছে রাতভর বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা যায়, বন্দরে বিস্ফোরণ ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, নভোরোসিয়েস্ক বন্দরে রাশিয়ার প্রধান রপ্তানিকেন্দ্র।

এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি সামুদ্রিক ড্রোন দিয়ে তাদের নৌ ঘাঁটিতে ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে।

হামলার পর বন্দরটি সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক ড্রোন দিয়ে ইউক্রেন অন্তত ১০টি হামলা চালিয়েছে। এই হামলাগুলোর লক্ষ্যবস্তুই ছিলো সামরিক জাহাজ ও সেভাস্তোপলে রাশিয়ার নৌ ঘাঁটি।

রাশিয়া ও ইউক্রেনীয় কর্তৃপক্ষের ঘোষণা এবং স্থানীয় মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

এছাড়া, ইউক্রেনের প্রতিরক্ষা সূত্র সিএনএনকে জানিয়েছে যে, জুলাই মাসে ক্রিমিয়ার কের্চ ব্রিজে হামলায় সামুদ্রিক ড্রোনও ব্যবহার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।