ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিমের ছেলেকে নেতৃত্বে দেখকে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
কিমের ছেলেকে নেতৃত্বে দেখকে চায় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের ছেলে কিম জং উনকে খুব শিগগিরিই ক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস এমন্তব্য করেন।



রবার্ট বলেন, অসুস্থতার কারণে রাষ্ট্র পরিচালনায় বেশি দিন সক্ষম থাকতে পারবেন না কিম জং।

এদিকে, গত মাসে ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টি সম্মেলনে, কিমের ছোট ছেলে কিম জং উনকে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পেন্টাগন দণি কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম টায়ে ইয়ং এর সঙ্গে এক যৌথ সাংবাদ সম্মেলনে রবার্ট সাংবাদিকদের বলেন, আমরা অনেক দিন থেকেই লক্ষ্য করছি, উত্তর কোরিয়ার নেতৃত্ব কিমের উত্তরসূরির দিকে যাচ্ছে।

গেটস উত্তর কোরিয়াকে হুশিয়ার করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না।

উল্লেখ্য, গত মার্চে দণি কোরিয়ার যুদ্ধ জাহাজ উত্তরের টর্পেডোর আঘাতে ধ্বংস হয়। এ ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারায়। এর পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ