ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে প্রাণ গেল ৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে প্রাণ গেল ৮ জনের

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।

দোনেৎস্কের পোকরভস্ক শহরে এই হামলা চালানো হয়। মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, হামলায় দুটি উঁচু আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, দুজন উদ্ধারকর্মী ও একজন সেনা সদস্য রয়েছেন।

কিরিলেঙ্কো বলেন, হামলায় একটি হোটেল, আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এর আগে বলেছিলেন, প্রথম হামলায় চার বেসামরিক লোক মারা গেছেন। পরে দ্বিতীয় হামলায় একজন জরুরি কর্মকর্তা নিহত হন।

ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান। এছাড়া আহতদের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশ সদস্য রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।