ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারে নাজুক অবস্থায় রাখা হয়েছে ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
কারাগারে নাজুক অবস্থায় রাখা হয়েছে ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে কারাগারে সি-ক্লাস সুবিধা দেওয়া হয়েছে। সেখানে তাকে নাজুক অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইমরান খানের কৌঁসুলি নাঈম হায়দার পাঞ্জোথা এসব অভিযোগ করেছেন বলে জানিয়েছে জিও নিউজ জানিয়েছে।

এতে বলা হয়েছে, পাঞ্জোথা যোগ করেছেন যে, পিটিআই চেয়ারম্যান তার বাকি জীবন কারাগারে কাটাতে আগে থেকেই প্রস্তুত ছিলেন।

পিটিআই প্রধানকে যে সেলটিতে রাখা হয়েছে তার খারাপ অবস্থার বিশদ বিবরণ দিয়ে আইনজীবী বলেন, এটি মাছি ও পোকা দ্বারা আক্রান্ত।

ইমরান খান কিছু বলেছেন কি না এ বিষয়ে পাঞ্জোথা বলেন, পিটিআই চেয়ারম্যান বলেছেন যে তিনি তার বাকি জীবন জেলে কাটাতে প্রস্তুত।

খানের সঙ্গে দেখা করার পর সোমবার পিটিআই প্রধানের কৌঁসুলি পাঞ্জোথা এসব কথা জানান।

ইমরান খানকে শনিবার লাহোরের পূর্বাঞ্চলের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামাবাদের আদালত তাকে রাষ্ট্রীয় উপহারসামগ্রী বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। দোষী সাব্যস্ত করায় ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।