ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে প্রতিবন্ধীদের হলিডে হোমে অগ্নিকাণ্ডে নিহত ৯ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ফ্রান্সে প্রতিবন্ধীদের হলিডে হোমে অগ্নিকাণ্ডে নিহত ৯ 

ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক দমকলকর্মী প্রধান এ তথ্য দিয়েছেন।

 

বুধবারের এই ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাদের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।

উদ্ধার কার্যক্রমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউউইলার বলেন, যারা ভবন থেকে বের হতে পারেননি তাদের মরদেহ আমরা খুঁজছি।

তিনি বলেন, নয়জনের মরদেহ পাওয়া গেছে। দুজনকে এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানান কর্মকর্তারা।

হলিডে হোমটি স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে। একটি দাতব্য সংস্থা বাড়িটি ভাড়া নিয়েছিল। সংস্থাটি মানসিক প্রতিবন্ধীদের নানা কিছু শিখিয়ে থাকে।

এই ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।