ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
হাওয়াইয়ে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৯

হাওয়াইর মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। একশ বছরের ইতিহাসে দাবানলে এত মৃত্যু আগে দেখেনি যুক্ত্ররাষ্ট্র  

মাউই কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুসারে ৮৯ জন নিহত হয়েছেন।

এর আগে ১৯১৮ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংঘটিত এক ভয়াবহ দাবানলে ৮৫ জন নিহত হয়েছিল।  

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন এই  দাবানলকে হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, প্রায় ২,২০০টি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি।

দাবানল এখন অনেকাংশে নিয়ন্ত্রণে থাকলেও, ঐতিহাসিক শহর লাহাইনার আশপাশসহ দ্বীপের আরও কিছু অংশে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার কাজ অব্যাহত রয়েছে।

৮ আগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে দাবানলের তীব্রতা বেড়ে যায়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।