ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তেজস্ক্রিয় পানি ছাড়ার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে কোরিয়ায় বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
তেজস্ক্রিয় পানি ছাড়ার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে কোরিয়ায় বিক্ষোভ 

তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার জাপানি পরিকল্পনার বিরুদ্ধে শনিবার মধ্য সিউলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত লোক জাপান বিরোধি র‍্যালিতে যোগ দিতে রাস্তায় নেমে আসে 

সুনামিতে  ধ্বসে যাওয়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর তেজস্ক্রিয় পানি পরিশোধন করে সাগরে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে জাপান ।

এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীদের বারংবার আপত্তি সত্ত্বেও টোকিও আগস্টের শেষের দিকে পানি ছাড়ার পরিকল্পনা করছে বলে স্থানীয় মিডিয়ায় খবর বেরিয়েছে।

কোরিয়ান রেডিয়েশন ওয়াচ গ্রুপের উদ্যোগে আয়োজিত শিউলের প্রতিবাদ র‍্যালিতে অংশ নেয়া একজন এক্টিবিস্ট চোই কিয়ংসুক বলেন, এই সমুদ্র শুধু জাপানের নয় আমাদের সবার পুরো মানবজাতির, এই তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়া হলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করবে।  

গত মাসে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) ধাপে ধাপে তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছেড়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করে। ফুকুশিমা প্লান্টে প্রতিদিন প্রায় ১০০ কিউবিক মিটার পানি শোধন হয়, যা ওই প্লান্টের ভেতরেই বড় ট্যাঙ্কে  জমা রাখা হয় ফলে সেখানে ট্যাঙ্ক রাখার জায়গার সংকট দেখা দিচ্ছে।

আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করেই ফুকুশিমার তেজস্ক্রিয় পানি শোধন করা হয়েছে বলে জাপানি কর্মকর্তারা বারবার বলে আসছেন।

জাপানি পরিকল্পনাটি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এর অনুমোদন পেয়েছে। আইএইএ  এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি দাবি করেন ফুকুশিমার শোধন কার পানি পান করা এবং সাঁতার কাটার জন্য যথেষ্ট নিরাপদ। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীন জাতিসংঘের কর্মকর্তাদের ফুকুশিমার পানি পান করার অনুরোধ জানিয়েছিল।  

বাংলাদেশ সময়:১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।