ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সৌদি দূতাবাস স্থাপন করতে দেবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ফিলিস্তিনে সৌদি দূতাবাস স্থাপন করতে দেবে না ইসরায়েল

ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের জন্য জেরুজালেমে দূতাবাস স্থাপনের অনুমতি দেবে না ইসরায়েল। খবর আল জাজিরা।

জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে তার পরিচয়পত্রের অনুলিপি তুলে দিয়েছেন।

ওয়াফা বলছে, আল-খালিদির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আবদ্ধ করবে।

ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, নতুন এই রাষ্ট্রদূত নিয়োগ অধিকৃত পশ্চিম তীরে সৌদি আরবের উপস্থিতির আনুষ্ঠানিকতার দিকে একটি পদক্ষেপ।  

রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোডেন তেল আবিব রেডিও স্টেশনকে বলেন, নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তবে এখানে তার স্থায়ী উপস্থিতি থাকবে না।

জেরুজালেম সশরীরে একজন কর্মকর্তা থাকবেন? আমরা এটি হতে দেব না।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।