ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে ৭ জনের প্রাণহানি

মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সোলানে অন্তত সাতজন নিহত হয়েছেন। ভেসে গেছে দুটি বাড়ি ও একটি গোয়াল।

ঘটনায় শোক জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।  

এদিকে উত্তরাখণ্ডের চামোলিতে বদরিনাথ হাইওয়েতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একাধিক গাড়ি। সেই ঘটনায় আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দুই রাজ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ সোমবার হিমাচল ও উত্তরাখণ্ডের একাংশে অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।  

বৃষ্টিতে সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদোন গ্রামে প্রাথমিকভাবে পাঁচজনের নিহত হওয়ার খবর মিলেছিল। পরে সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া যায়। তিনজন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে দুজনের দেহ পাওয়া গেছে।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।