ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার ২৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
বন্দুকধারীদের  হামলায় নাইজেরিয়ার ২৬ সেনা নিহত

বন্দুকধারীদের অতর্কিত হামলায় নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত ও আটজন আহত হয়েছেন।

দেশটির সামরিক বাহিনী ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিন কর্মকর্তা ও তিন বেসামরিক রক্ষী রয়েছেন।  

এদিকে দেশটির বিমান বাহিনীর একজন মুখপাত্র বলছে, সেনাবাহিনী যেখানে সন্ত্রাসীদের সঙ্গে লড়ছে সেই এলাকায় আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সোমবার সকালে বিধ্বস্ত হয়। ক্রু এবং যাত্রীরা বেঁচে গেছে কিনা তা জানা যায় নি। হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। পরে সেটি হামলাকারীদের গুলিতে ভূপাতিত হয়।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের এই অংশে দস্যুদের আক্রমণ এবং অপহরণ খুবই সাধারণ ঘটিনা। বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দায়মুক্তির কারণে সহিংসতা দ্রুত বাড়ছে।  খবর টিআরটি।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।