ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিস্ফোরণে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
ইথিওপিয়ায় বিস্ফোরণে নিহত ২৬

ইথিওপিয়ায় সরকারি বাহিনী ও স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যেই উত্তর-পশ্চিমের শহর ফিনোতে সেলামে এক বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন। খবর সিএনএন।

রোববার ওই বিস্ফোরণে নিহত হয়েছেন আরও ৫০ জন। ফিনোতে সেলাম জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী হামায়ে তেনাও এই তথ্য দিয়েছেন। এই আহতরাই কেবল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের মোট সংখ্যা এখনো নিশ্চিত নয়।  

তেনাও সিএনএনকে বলেন, লোকেরা কেবল একটি বিস্ফোরণের কথা শুনেছে, যার কারণ অস্পষ্ট।

তিনি জানান, বিস্ফোরণের আগ পর্যন্ত হাসপাতালটি ১৬০ জনেরও বেশি লোককে চিকিৎসা দিয়েছে।

চলতি মাসের শুরুতে আমহারা অঞ্চলজুড়ে সরকারি বাহিনী এবং ফানো নামে পরিচিত একটি স্থানীয় মিলিশিয়ার মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন সোমবার এক বিবৃতিতে দুই পক্ষের লড়াইয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির সরকার ৪ আগস্ট আমহারা অঞ্চলে ছয় মাসের জরুরি অবস্থা জারি করে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।