ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত 

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে দুই ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন। সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন।

খবর আল জাজিরা।  

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৯ বছর বয়সী ছেলে ফিলিস্তিনি গ্রাম হোয়ারায় নিহত হন। প্যারামেডিকস বলছে, দুই ব্যক্তিকে একটি কারওয়াশের ভেতরে টার্গেট করা হয়েছিল।  

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, তারা দুজনই অচেতন ছিলেন। তাদের দেহে গুলির চিহ্ন ছিল।

অ্যারাবিক গণমাধ্যমের জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায়ে আদরায়ী নিশ্চিত করে বলেন যে, দুজন নিহত হয়েছেন।  

ইসরায়েলি প্রধানমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী খুনিকে ধরতে এবং তার সঙ্গে হিসাব চুকাতে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করছে।  

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা তাদের খবরে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নাবলুসের প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে। সৈন্যরা সন্দেহভাজনকে খুঁজতে গিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।