ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ফের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

চলতি বছর মে মাসের পর ফের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চেয়েছিল পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। কিন্তু দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে সর্বোচ্চ নেতা কিম জং উনের সংশ্লিষ্ট বাহিনী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দ্বিতীয় দফা গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালায় উত্তর কোরিয়া। এটি ব্যর্থ হলেও আগামী অক্টোবরে ফের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে দেশটি

আল জাজিরা ও বিবিসির তথ্য মতে, উত্তর কোরিয়া চেয়েছিল কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে। বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ে সমস্যা দেখা দেয়। এতে করে দেশটির দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়।

দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দাবি করেছে, সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা প্রথমে স্বাভাবিক ছিল। রকেটটি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিকভাবেই ওড়ে। কিন্তু তৃতীয়বার জরুরি ব্লাস্টিং সিস্টেমে ত্রুটি দেখা দেয়।

এর আগে মে মাসে যে উৎক্ষেপণটি করা হয়েছিল সেটি বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

দক্ষিণ কোরিয়া দাবি করেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ চেষ্টা করে তাদের প্রতিবেশী দেয়। রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশ সীমা অতিক্রম করে। ধ্বংস হয়ে যাওয়ার পর রকেটটির কিছু অংশ ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকতে পারে।

বরাবরের মতো উত্তর কোরিয়ার এমন আচরণে তীব্র প্রতিবাদ ও কঠোর ভাষায় এ উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে জাপান। এদিকে, বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদও নিন্দা করে বলেছে, পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব রয়েছে সেটি লঙ্ঘন করেছে।

সকালের ঘটনায় উত্তর কোরিয়াকে বিরত থাকা ও পিয়ংইয়ংকে কূটনীতিতে যুক্ত হতে আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।