ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিগোজিন জীবনে গুরুতর ভুল করেছিলেন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
প্রিগোজিন জীবনে গুরুতর ভুল করেছিলেন: পুতিন

রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিয়ে নীরবতা ভাঙলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের মৃত্যুর খবর পাওয়া যায়।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভাড়াটে গোষ্ঠীটির প্রধান ছিলেন মেধাবী এক ব্যক্তি যিনি তার জীবনে গুরুতর ভুল করেছিলেন।  

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বুধবারের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১০ ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি স্পষ্টভাবে প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা থেকে বিরত ছিলেন।

প্রিগোজিন, যিনি রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নেতা, একসময় পুতিনের অনুগত হিসেবে পরিচিত ছিলেন।

পুতিন বলেন, আমি সর্বোপরি মৃত সবার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করতে চাই।

তারা সেই ব্যক্তি, যারা ইউক্রেনের নব্য-নাৎসি শাসনের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমাদের সাধারণ কারণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে
 
প্রিগোজিনকে নিয়ে পুতিন বলেন যে, তিনি তাকে ৯০ এর দশকের গোড়ার দিক থেকে চিনতেন এবং তাকে জটিল জীবনের একজন মানুষ হিসেবে বর্ণনা করেন।

রুশ প্রেসিডেন্ট প্রিগোজিন এবং তার যোদ্ধাদের বিশেষ করে ইউক্রেনে তাদের কর্মকাণ্ডের জন্য প্রশংসা করেন।

পুতিন বলেন, প্রিগোজিন জটিল ভাগ্যের মানুষ ছিলেন।  তিনি তার জীবনে গুরুতর ভুল করেছিলেন।

বুধবার সন্ধ্যায় প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজ ‘এমব্রেয়ার লিগ্যাসি’ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে সাতজন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন তিনজন। সবাই নিহত হন। এই উড়োজাহাজের যাত্রী তালিকায় প্রিগোজিনের নাম ছিল।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।