ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভুটানে অর্ধেক করা হচ্ছে পর্যটক ফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ভুটানে অর্ধেক করা হচ্ছে পর্যটক ফি

পর্যটন খাতকে ফের দাঁড় করাতে পর্যটকদের জন্য দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করতে চলেছে ভুটান। করোনাভাইরাসের বিধি-নিষেধ শেষ হওয়ার এক বছর পরও ধুকতে থাকা খাতটিকে পুনরুদ্ধারের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় ভুটান সরকার। বিবৃতিতে বলা হয়েছে, দিনপ্রতি ২০০ ডলারের ফি অর্ধেক করা হবে। প্রতি রাতের জন্য ১০০ ডলার ফি’র নতুন হার সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং চার বছর ধরে চলবে।

এ পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।

দুই বছরের করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর ২০২২ সালের সেপ্টেম্বরে ভুটানে বিদেশি পর্যটকের কাছ থেকে নেওয়া সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) বৃদ্ধি করা হয়। আগে এ ফি’র পরিমাণ ছিল ৬৫ ডলার। এরসঙ্গে আরও ১৩৫ ডলার বাড়িয়ে দুইশ করা হয়।

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দরজি ধ্রাধুল বলেছেন, ফি অর্ধেক করায় সেপ্টেম্বর-ডিসেম্বরের শীর্ষ পর্যটন সময়কালে আগমন বাড়তে পারে, যার মধ্যে প্রধানত বৌদ্ধ দেশটিতে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৭৪ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত হয় ভুটান। এর আগে প্রজন্মের পর প্রজন্ম বিচ্ছিন্ন ছিল দেশটি। ১৯৭৪ সালে ৩০০ পর্যটক পেয়েছিল হিমালয়ের পূর্ব প্রান্তের বৌদ্ধ রাজ্যটি। ২০১৯ সালে সংখ্যাটি বেড়ে হয় তিন লাখ ১৫ হাজার ৬০০, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ