ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ কৃষ্ণাঙ্গ নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গতকাল শনিবার (২৬ আগস্ট) বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। জ্যাকসনভিলেতে তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে শ্বেতাঙ্গ এক বন্দুকধারী।

এরপর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।  

স্থানীয় পুলিশ বলছে, বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। হামলার সময় তিনি আত্মঘাতী বন্ধনী (ভেস্ট) পরেছিলেন। তার হাতে এআর-রাইফেল ও হ্যান্ডগান ছিল। ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর লক্ষ্য ছিলেন শুধু কৃষ্ণাঙ্গরা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অভিযুক্ত এই হামলাকারী তার বাবা-মায়ের সাথে জ্যাকসনভিলের ক্লে কাউন্টিতে থাকতেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই।

এদিকে জ্যাকসনভিলের মেয়র ডোনা ডিগান এটিকে ঘৃণাপূর্ণ অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই ধরনের হামলা মোকাবিলা করা খুবই কঠিন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৬  ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ