ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নৌকাডুবিতে ৪ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি, উদ্ধার ১৮

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
নৌকাডুবিতে ৪ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি, উদ্ধার ১৮

গ্রিক দ্বীপ লেসবোসের কাছে নৌকা উল্টে চার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

এমনটি বলছে গ্রিক কর্তৃপক্ষ।  

এজিয়ান সাগরে একটি টহলদল ২২ জনকে পেয়েছিল। তাদের মধ্যে চারজন ছিল মৃত। হেলেনিক কোস্ট গার্ড সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এমনটি বলেছে।  

প্রাণে বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের লেসবোসের প্রধান শহর মাইটিলেনেতে নেওয়া হয়েছে।  

তাদের জাতীয়তা কী এবং তাদের কেমন অবস্থায় উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।  

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইয়েমেনি, ফিলিস্তিনি ও সোমালি নাগরিক রয়েছে।  

এশিয়া ও আফ্রিকার নাগরিকদের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে পছন্দসই প্রবেশমুখ হলো গ্রিস। সংঘাত ও দরিদ্র থেকে বাঁচতে তারা ইউরোপে যায়।  

জাতিসংঘের হিসাব অনুযায়ী এই বছর, ১৫ হাজার লোক সাগর ও স্থলপথে গ্রিসে পৌঁছেছে। আশ্রয়প্রত্যাশীদের আবেদন ব্যবস্থাপনা নিয়ে এথেন্সকে দারুণ সমালোচনার মুখে পড়তে হয়েছে।  

গেল জুনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ৫০০-৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী বোঝাই মাছ ধরার একটি নৌকা গ্রিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় দুর্ঘটনার শিকার হয়।  

এর মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছিল। গ্রিক সরকার ও কোস্টগার্ডের বিরুদ্ধে ধীরে সাড়াদানের অভিযোগ নিয়ে পরে তদন্ত শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।