ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানব মস্তিষ্কে এই প্রথম পাওয়া গেল জীবন্ত কৃমি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
মানব মস্তিষ্কে এই প্রথম পাওয়া গেল জীবন্ত কৃমি

বিশ্বে এই প্রথম, বিজ্ঞানীরা বলছেন, তারা ৮ সেন্টিমিটারের একটি জীবন্ত কৃমি পেয়েছেন অস্ট্রেলীয় এক নারীর মস্তিষ্কে। খবর বিবিসি

গেল বছর ক্যানবেরায় ইংল্যান্ডের বংশোদ্ভূত ওই নারীর ফ্রন্টাল লোবের টিস্যুতে অস্ত্রোপচারের সময়ে তন্তুসদৃশ প্রাণীটি পাওয়া যায়।  

লাল রঙের পরজীবীটি সেখানে দুই মাসের মতো সময় ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

গবেষকরা সতর্ক করছেন যে, এটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ এবং সংক্রমণের ক্রমবর্ধমান বিপদকে তুলে ধরে।

ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের চিকিৎসক সঞ্জয় সেনানায়েক বলেন, অস্ত্রোপচার কক্ষে থাকা সবাই দারুণভাবে ধাক্কা খেয়েছিল। অস্ত্রোপচারকারী যখন চিমটা দিয়ে এটি তুলে ধরেছিল, এটি তখন নড়াচড়া করছিল। এটি জীবন্ত ছিল। লাল রঙের এই পরজীবীর দৈর্ঘ্য ছিল ৮ সেন্টিমিটার।

তিনি বলেন, এটি নতুন ধরনের সংক্রমণ। মানুষে এমন ধরনের সংক্রমণ এর আগে পাওয়া যায়নি।  

এই পরজীবী কৃমির বৈজ্ঞানিক নাম ওফিডাসক্যারিস রবার্টসি। অস্ট্রেলিয়ায় কার্পেট পাইথন নামে এক ধরনের নির্বিষ সাপে এ ধরনের কৃমি দেখা যায়।  

বিজ্ঞানীরা বলছেন, ওই নারী সম্ভবত তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরনের দেশীয় ঘাস ওয়ারিগাল গ্রিনস সংগ্রহ করার পর ওই কৃমিতে সংক্রমিত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।