ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন মানচিত্রে তাইওয়ান ও অরুণাচলকে সীমানাভুক্ত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
নতুন মানচিত্রে তাইওয়ান ও অরুণাচলকে সীমানাভুক্ত করলো চীন

সোমবার (২৮ আগস্ট) নিজ দেশের নতুন এক মানচিত্র প্রকাশ করেছে চীন।  এই মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে।

আকসাই চীনের সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীন তাদের অংশ বলে দাবি করেছে এই মানচিত্রে।

চীনের এই নতুন মানচিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয় সংকর বলেছেন, চীন এমন সব ভূখণ্ড নিয়ে নিজেদের মানচিত্র তৈরি করেছে যা তাদের নয়। এটি তাদের একটি পুরানো অভ্যাস। ভারতের কিছু অংশ চীনে মানচিত্রের সঙ্গে জুড়ে দিলেই তা বাস্তব অবস্থা পরিবর্তন করে না। আমাদের সরকার ভারতের ভূগৌলিক সীমা সম্পর্কে খুবই সচেতন। একটি অযৌক্তিক দাবি করে বসলেই অন্যের এলাকা আপনার হয়ে যায় না। খবর এনডিটিভি।

ক'দিন আগেই দক্ষিণ আফ্রিকায় নরেন্দ্র মোদি ও শি জিন পিংয়ের বৈঠকের সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা হয়। সেই বৈঠকের সপ্তা না পেরুতেই নতুন করে বিতর্ক সৃষ্টি করল চীন।  

চীনের বলছে, চীনের সীমারেখা ও আন্তর্জাতিক নীতি মেনেই এই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতার পর থেকেই চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ চলে আসছে। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছিল বলে দাবি জানিয়ে আসছে চীন।  ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর লাদাখের অন্তত ২ হাজার বর্গকিলোমিটার এলাকা চীন দখলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভারত সরকার তা অস্বীকার করে আসছে।

সেপ্টেম্বর দিল্লিতে জি–২০ সম্মেলনে যোগ দিতে সি চিন পিংয়ের ভারত সফরের কথা রয়েছে। এমন সময় নতুন মানচিত্র প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ