ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে কারচুপি, আফ্রিকার গ্যাবনে সেনা অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
নির্বাচনে কারচুপি, আফ্রিকার গ্যাবনে সেনা অভ্যুত্থান

নির্বাচনে কারচুপির অভিযোগে মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।  সেনা কর্মকর্তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছেন, গত শনিবার (২৬ আগস্ট) যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সুষ্ঠু হয়নি যার কারণে ক্ষমতা দখল করেছে তারা।

বুধবার (৩০ আগস্ট) গ্যাবন সেনাবাহিনী জানায়, দেশের সকল নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি হিসেবে অভ্যুত্থান ঘটিয়েছেন তারা।  নির্বাচন ও সংবিধান বাতিল করা হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

গত ২৬ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওনদিম্বা তৃতীয়বারের মতো বিজয়ী হন। বিরোধী দলগুলো পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কারফিউ জারি করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই সময় ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা হয়।

অভ্যুত্থানকারীরা বলেছেন, গ্যাবনের সাধারণ মানুষের পক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকারকে বিলুপ্তি করে দেশের শান্তি বজায় রাখব।  

বর্তমান প্রেসিডেন্ট বোঙ্গো গ্যাবনিস ড্যামোক্র্যাটিক পার্টির (পিডিজি) প্রধান। তার বাবা ওমর বোঙ্গো দলটির প্রতিষ্ঠাতা । তিনি ১৯৬৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্যাবনকে শাসন করেন। তার মৃত্যুর পর আলী বোঙ্গো ওনদিম্বা প্রেসিডেন্ট হন। এরপর থেকে তিনিই ক্ষমতায় রয়েছেন। ৫৬ বছর ধরে এক পরিবারের মাধ্যমেই শাসিত হয়ে আসছে গ্যাবনে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ