ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘এশিয়ার নোবেল’ র‌্যামন ম্যাগসাইসাই পেলেন বাংলাদেশের রাখসান্দসহ চারজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
‘এশিয়ার নোবেল’ র‌্যামন ম্যাগসাইসাই পেলেন বাংলাদেশের রাখসান্দসহ চারজন

এবারের এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। একইসঙ্গে এ পুরস্কার পেয়েছে ভারত, ফিলিপাইন ও পূর্ব তিমুরের আরও তিনজন।

 

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ওই চারজনের নাম প্রকাশ করে।

চলতি বছর র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে।  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার দেয়।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাখসান্দ সম্পর্কে বলা হয়, করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি। নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করেছেন তিনি।

এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাকি তিনজন হলেন—  ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

রবি কান্নান একজন চিকিৎসক। ভারতের আসামে দরিদ্র মানুষের ক্যানসার চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইগুয়েনিও লেমোস তার দেশে পরিবেশ ও আদিবাসী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। একইসঙ্গে টেকসই ও স্বাধীন খাদ্য সরবরাহব্যবস্থায় তার অবদান রয়েছে। অপরদিকে শান্তি আলোচনার মধ্যস্ততায় নারীদের অংশগ্রহণ নিয়ে কাজ করেন ফিলিপাইনের মিরিয়াম।

এর আগে এশিয়ার নোবেলখ্যাত এ পুরস্কারে ভূষিত হন আরও ১২ বাংলাদেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—  স্যার ফজলে আবেদ খান, ড. মুহাম্মদ ইউনূস, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ১৩তম বাংলাদেশি হিসেবে দেশের জন্য এ সুনাম বয়ে এসেছেন করভি রাখসান্দ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।