ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ইঙ্গিত, লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
যুদ্ধবিরতির ইঙ্গিত, লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন নিহত

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে, যদিও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির একটি সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

খবর আল জাজিরার।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত সৌদি আরবে বৈঠক করবেন, যেখানে লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে গাজার সংঘাত অবসানের জন্য একটি প্রভাবক হিসেবে ব্যবহার করার বিষয়টি আলোচনা করা হবে।

অন্যদিকে গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ে প্রায় ১০ হাজার তাঁবু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।  

গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গত কয়েক ঘণ্টায় উত্তরের দিকের শহরে তিনটি হামলা চালিয়েছে ইসরায়েল। পুরো গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জনের প্রাণ গেছে।  

গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর পরবর্তী সময়ে ইসরায়েলের হামলায় অন্তত ৪৪ হাজার ২৩৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত এক লাখ চার হাজার ৬৩৮ জন।  

আর গাজা যুদ্ধের শুরু থেকে লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত তিন হাজার ৭৬৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৬৯৯ জন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।