ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন টিভিকে কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
তালেবানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন টিভিকে কারজাই

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনের কাছে দেওয়া সাাৎকারে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার কথা নিশ্চিত করে জানিয়েছেন। তার মতে, নয় বছরব্যাপী যুদ্ধ সমাপ্ত করতে বেশ কিছু সময় ধরে এ আলোচনা চলছে।



সিএনএন-র বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং-এর কাছে কারজাই বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে আলোচনা করছি, একজন স্বদেশী যেমন আরেক স্বদেশীর সঙ্গে আলাপ করে। ’

সোমবার প্রচারিত ওই সাাৎকারে তিনি বলেন, ‘নিয়মিত আনুষ্ঠানিক বা স্থান নির্ধারণ করে আলোচনা হচ্ছে না, বরং অনানুষ্ঠানিক ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগ কাজে লাগিয়ে বেশ কিছু সময় ধরে কথাবার্তা চলছে। ’

গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট জানায়, আফগান সরকার, পাকিস্তানভিত্তিক আফগানিস্তানের তালেবান বাহিনীর কোয়েটা শুরা গ্র“পের বেশ কিছু প্রতিনিধি ও তালেবান নেতা মোল্লাহ ওমরের মধ্যে গোপন আলোচনা চলছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানি শান্তি পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার একদিন পর এই সাাৎকারটি প্রচারিত হচ্ছে। শান্তি আলোচনা মূলত কারজাইয়ের মস্তিষ্ক প্রসূত চিন্তা।

কারজাই ল্যারি কিংকে বলেন, ‘শান্তি পরিষদ এখন বাস্তবে ফিরে এসেছে। আমি আশা করি, এই আলোচনা আনুষ্ঠানিকভাবে ও প্রাণবন্তভাবে চলবে। ’

কারজাইয়ের নির্বাচন করা শান্তি পরিষদের সদস্য সংখ্যা ৬৮ জন। গত ৭ অক্টোবর পরিষদের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ