ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাস্তুহীনদের বাড়ি দিচ্ছে শ্যাভেজের সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
বাস্তুহীনদের বাড়ি দিচ্ছে শ্যাভেজের সরকার

কারাকাস: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সহস্রাধিক বাস্তুচ্যুত মানুষকে বাড়ি দিচ্ছে হুগো শ্যাভেজের সরকার। বেসরকারি মালিকদের কাছ থেকে এসব বাড়ি কিনে সরকার দরিদ্রদের হাতে তুলে দেবে।



প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ জানান, বেসরকারি গৃহনির্মাতাদের কাছ থেকে এক হাজার একশ ৩৮টি বাড়ি কিনবে সরকার এবং এগুলো কারাকাসের বস্তিবাসীদের কাছে হস্তান্তর করা হবে।

শ্যাভেজ বলেন, ‘কারাকাসের ঘরহীন মানুষদের জন্যই এসব বাড়ি। এবার তারা তাদের নিজেদের বাড়ি পাবে। ’

এই খাতে ছয় কোটি মার্কিন ডলার ব্যয় করবে শাভেজের সরকার।

শ্যাভেজ বলেন, ১০০ বছরের পুঁজিবাদী শাসনের ফলে কারাকাসের পার্বত্য অঞ্চলগুলো বস্তিতে ভরে গেছে। পুঁজিবাদী ব্যবস্থায় ধনীরা থাকে দালানে আর দরিদ্ররা বস্তিতে। বিপরীতে, সমাজতন্ত্রে সবাই সমান। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ