ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সমালোচনায় দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
চীনের সমালোচনায় দালাই লামা

টোকিও: তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা সোমবার চীনের সমালোচনা করেছেন। বার্তাসংস্থা কিয়োদো নিউজ এ তথ্য জানিয়েছে।



লিউ জিয়াওবো’র নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর চীনের ক্রুদ্ধ প্রতিক্রিয়ার প্রেেিত তিনি সমালোচনা করেন। টোকিও’র নারিতা বিমানবন্দরে বার্তাসংস্থা কিয়োদো নিউজের সঙ্গে আলাপচারিতায় দালাই লামা বলেন, ‘চীনের সরকার কখনোই ভিন্নমতের মূল্যায়ন করে না। ’

তিনি আরও বলেন, চীনের সব মানুষকে রার করার একমাত্র পথ হলো একটি উন্মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ে তোলা। কিন্তু চীনের কিছু কট্টর নেতা পুরনো ধাঁচে চিন্তা করেন।

তিনি ভারতের মুম্বাই থেকে যুক্তরাষ্ট্র যাবার পথে টোকিও’র ওই বিমানবন্দরে  বিরতিতে এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ