ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

ইসরায়েলি বাহিনী বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে এমনটি জানা গেছে।

এটি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের অন্যতম প্রবেশদ্বার।

শনিবার ইসরায়েলি বাহনী কড়া নিরাপত্তা আরোপ করে, মুসল্লিদের বের করে দেয় এবং সেখানে নিজেদের সদস্যদের উপস্থিতি বাড়ায়।  

ইহুদি নববর্ষ রশ হাশানাহ উপলক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পথ পরিষ্কারের অংশ হিসেবে বাহিনীর সদস্যরা ৫০ বছরের কম বয়সী কোনো ফিলিস্তিনির প্রবেশাধিকারে অস্বীকৃতি জানায়।  

নিউজ আউটলেট আল-মায়াদিন বলছে, রশ হাশানাহ উদযাপনে ইসরায়েলি সৈন্যদের সুরক্ষা ব্যবস্থায় মরক্কো গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে শত শত অতি-জাতীয়তাবাদী ইসরায়েলি অনুপ্রবেশ করে।

জেরুজালেম ইসলামিক এনডাউমেন্ট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, সেনাবাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের আগে চত্বরটি পরিষ্কার করার জন্য কাজ করছিল।

রশ হাশানাহ উদযাপনে ইহুদি ধর্মের লোকেদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট চত্বরে প্রবেশের জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো অবাধ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছিল।  

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে হয়রানি এবং অনুপ্রবেশের বিরুদ্ধে আপত্তি জানাতে ফজরের নামাজের পরে বেশ কিছু মুসল্লি ওই পবিত্র স্থানে জড়ো হন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, ইসরায়েলি বাহিনী বাব আস-সিলসিলার কাছে একজন বয়স্ক পুরুষ ও বৃদ্ধ নারীসহ তিন মুসল্লিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছে। আল-আকসা মসজিদের প্রবেশপথে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর হর্ন বাজানোর বিষয়ে তিনজনই আপত্তি জানিয়েছিলেন।

আল-মায়াদিন বলছে, চত্বরের ভেতর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অজানা একটি স্থানে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।