ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।

 

মঙ্গলবার পশ্চিম তীরের উত্তরের দিকে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী আহত হয়েছেন অন্তত ৩০ জন।  

নিহত চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, ২৩ বছর বয়সী মোহাম্মদ সাদি, ২৪ বছর বয়সী মাহমুদ আরারাওয়ি, ২২ বছর বয়সী খামাইয়েসেহ ও ২৯ বছর বয়সী আত্তা মুসা।

বুধবার ভোরে ইসরায়েলি বাহিনী জেরিকোর আকাবাত জাবের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলছে, এক ফিলিস্তিনি তাদের সৈন্যদের দিকে বিস্ফোরক ছুড়েছিল। পরে সৈন্যরা তার দিকে গুলি ছোড়ে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ফিলিস্তিনির পরিচয় নিশ্চিত করেছে। নিহত তরুণ হলেন, ১৯ বছর বয়সী ধারঘাম আল-আখরাস।

অন্যদিকে গাজায় ফিলিস্তিনি এক ব্যক্তি নিহত হয়েছেন, যার নাম ইউসেফ সালেম রাদওয়ান, বয়স ২৫। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনী তাকে গুলি করে।

ইসরায়েলি বাহিনী গাজায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেনি। তবে সামরিক বাহিনী বলছে, দাঙ্গাকারীরা গাজা-ইসরায়েল সীমান্ত বেষ্টনীর পাশে জড়ো হন। দাঙ্গাকারীরা বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস চালু করে দেন।  

সামরিক বাহিনী জেনিনের হত্যাকাণ্ড নিয়েও খুব বেশি তথ্য দেয়নি। তবে ইসরায়েলি বাহিনী বলছে, তারা ড্রোন হামলা চালিয়েছিল।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।