ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
ভিয়েতনামে প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনা শুরু

হ্যানয়: এশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার ভিয়েতনামে শুরু হয়েছে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। এশিয়ার দুই পরাশক্তি চীন, জাপানের মধ্যে সাম্প্রতিক সময়ে সৃষ্ট অস্থিরতা নিয়ে বৈঠকে আলোচনা হবে।



দণি-পূর্ব এশিয়ার জাতিসমূহের সংস্থা (আসিয়ান)-র বর্তমান সভাপতির দায়িত্বে থাকা ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন তান দুং বলেন, ‘এশিয়ার প্রতিরক্ষার জন্য এই বৈঠক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ’

দুং বলেন, ‘প্রথাগত এবং অপ্রথাগত উভয় ক্ষেত্রেই আমরা সাম্প্রতিক সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তিনি আরও বলেন, জাতীয় অপরাধ এবং প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকে প্রথমবারের মতো এশিয়ার ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী মিলিত হচ্ছেন। এছাড়া আঞ্চলিক অংশীদার হিসেবে বৈঠকে উপস্থিত থাকছে, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত, নিউজিল্যান্ড, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৫, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ