ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন— পিয়েরে আগোস্তিনি, ফেরেন্স ক্রাউস ও আন লিয়ের।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে।

পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে। খবর আল জাজিরা।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের ওয়েবসাইটে বলছে, ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়া তিন বিজ্ঞানী তাদের সেই পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বীকৃতি পেয়েছেন, যেটি মানুষকে পরমাণু ও অণুর অভ্যন্তরে ইলেকট্রনের জগত অন্বেষণে নতুন টুলস দিয়েছে। তারা আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় দেখিয়েছেন, যা সেই দ্রুত প্রক্রিয়াগুলো পরিমাপে ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে ইলেকট্রন চলাচল করে বা শক্তি পরিবর্তন করে।  

BREAKING NEWS
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2023 #NobelPrize in Physics to Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier “for experimental methods that generate attosecond pulses of light for the study of electron dynamics in matter.” pic.twitter.com/6sPjl1FFzv

— The Nobel Prize (@NobelPrize) October 3, 2023

এ বছর চিকিৎসায় দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তারা হলেন, কাটালিন কারিকো ও  ড্রু ওয়েইসম্যান। টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নোবেল পেলেন।

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। চেকে এ বছর অর্থের পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।