ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ জার্সিতে বাড়িতে মিলল দুই সন্তানসহ ভারতীয় দম্পতির মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
নিউ জার্সিতে বাড়িতে মিলল দুই সন্তানসহ ভারতীয় দম্পতির মরদেহ ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি এবং তাদের দুই সন্তানকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে।

বুধবার তাদের প্লেইনসবোরোর বাড়িতে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃতরা হলেন- তেজ প্রতাপ সিং (৪৩), সোনাল পারিহার (৪২) ও তাদের ১০ ও ৬ বছর বয়সী দুই সন্তান।

প্লেইনসবোরোর পুলিশ বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড বৃহস্পতিবার জানান, হত্যাকাণ্ডটি বর্তমানে তদন্তাধীন।

তারা যৌথ বিবৃতিতে জানায়, গত ৪ অক্টোবর সন্ধ্যায় জরুরি সেবা ৯১১-এ কল করা হয়। এতে প্লেইনবোরোর পুলিশকে ওই বাড়িতে তল্লাশির অনুরোধ করা হয়। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি করে চারটি মরদেহের সন্ধান পায়।  

তারা আরও জানায়, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য বা ফুটেজের সন্ধান মিললে প্লেইনসবোরো পুলিশ বিভাগকে কল করতে বলা হয়েছে।

মেয়র পিটার ক্যান্টু এবং জননিরাপত্তা বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড এক যৌথ বার্তায় বলেছেন, প্লেইনসবোরো সম্প্রদায় একটি হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হয়েছে।

মেয়র পিটার ক্যান্টু বলেছেন, এ মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত। যা ঘটেছে তা প্রকাশের ভাষা নেই।

স্বজনরা সিবিএস নিউজকে বলেন, সিং ও পরিহার সুখী দম্পতি ছিল। তাদের মৃত্যুতে আমরা হতবাক।

তেজ প্রতাপ সিংয়ের প্রোফাইল অনুসারে, তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত ছিলেন।

স্বজনরা জানান, সিং এবং পরিহার উভয়েরই মানবসম্পদ সেক্টরসহ আইটিতে ক্যারিয়ার ছিল।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।