ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি: সুনাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি: সুনাক

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাজ্য। এমনটি জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

খবর বিবিসি।

সোমবার লন্ডনের হাউজ অব কমন্সে ইসরায়েল-গাজা পরিস্থিতিতে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।  

সুনাক বলেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি এবং পরবর্তী অনুপ্রবেশ চাই না।  

তবে প্রধানমন্ত্রী জোর দেন যে, এটি অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে করা উচিত। তিনি বলেন, বন্ধু হিসেবে আমরা বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে ইসরায়েলকে সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাব।

ঋষি সুনাক বলেন, ২০০ লোককে জিম্মি করা হয়েছে। বৃদ্ধ, নারী, শিশু ও নবজাতকদের খুন, বিকৃত এবং জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

প্রধানমন্ত্রী জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি নিশ্চিত করেন যে, হামলায় ছয় ব্রিটিশ নাগরিকের প্রাণ গেছে। আর ১০ ব্রিটিশ নাগরিক নিখোঁজ  রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।