ইসরায়েলি হামলার পর থেকে বন্ধ রয়েছে মিশর ও গাজার মধ্যবর্তী রাফাহ ক্রসিং। এদিকে, মিশর সীমান্তে গাজাবাসীদের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রস্তুত রয়েছে।
আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, মিশরের রাজধানী কায়রোয় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেনান বলেন, আমরা টেকসই ও বাধাহীনভাবে গাজায় প্রবেশ করতে চাই। কখন ও কীভাবে আমরা সেই অ্যাক্সেস পাবো- সে সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত ও সেখানকার পরিস্থিতি বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, আমরা চালু হওয়া মানবিক করিডোরটি খোলার জন্য জোরালো আহ্বান জানাই। এমন নয় যে এটি একবারের জন্য খোলা; বরং আমাদের গাজায় টেকসই ও বাধাহীন অ্যাক্সেস দরকার। ইসরায়েলি সরকার, জাতিসংঘ ও অন্যান্যদের কাছে আমাদের সংস্থার সর্বোচ্চ স্তর থেকে বিষয়টি বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে।
গাজায় অবিরাম ইসরায়েলি হামলায় ব্যাপক মানবিক বিপর্যয় ঘটেছে। স্থানীয় বাসিন্দারা খাবার-পানি পাচ্ছে না। বিভিন্ন রোগে আক্রান্ত, যুদ্ধের কারণে আহতদের চিকিৎসা সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। এই অবস্থায় গাজায় বাধাহীনভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছে দিতে চায় ডব্লিউএইচও।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এমজে