ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা বন্ধের আহ্বান বাইডেনের

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস।

জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বোমাবর্ষণ শুরু করে। সেই থেকে বোমাবর্ষণ চলছেই। তখন থেকেই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের সহিংসতা বাড়তে থাকে।  

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বসতি স্থাপনকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চরমপন্থী বসতি স্থাপনকারীদের হামলা বন্ধ করতে হবে। এটি বন্ধ করতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটি এখনই বন্ধ করতে হবে।

গাজা শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই অবশ্য পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা ক্রমাগত বাড়তে থাকে।

বাড়তে থাকা এই হামলা নতুন মাত্রা পায় ৭ অক্টোবর থেকে। হামাসের হামলায় ইসরায়েল এক হাজার চারশর বেশি লোকের প্রাণ গেছে। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক। হামাসের হাতে ২২০ জনের মতো জিম্মি রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।  

ওই হামলার পর ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৯ জনের বেশি।  

পশ্চিম তীরে ইসরায়েল একের পর এক অভিযান চালিয়ে গণ গ্রেপ্তার শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে। সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিনের তাড়িয়ে দিতে তাদের ওপর হামলা চালানো শুরু করে।  

ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়াম বলছে, হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।

বাইডেন বলেন, ইতোমধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে বসতি স্থাপনকারীদের হামলা আগুনে ঘি ঢালার মতো। মার্কিন প্রেসিডেন্ট এ কথা বললেও এটি বলেননি তার দেশ কোনো পদক্ষেপ নেবে কি না, কিংবা ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র কোনো চাপ সৃষ্টি করবে কি না। বসতি স্থাপনকারীদের হামলা কখনো কখনো ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই ঘটে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় হামাস কর্তৃপক্ষের প্রতিবেদনে চলমান যুদ্ধে নিহতের সংখ্যার সঠিকতা নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত নিরপরাধদের হত্যা করা হয়েছে এবং এটি যুদ্ধের মূল্য।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।