ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬ ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার বলেছেন, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট নিচে পড়ে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং বলেছেন, দুর্ভাগ্যবশত ৩৬ জন মারা গেছে। ১৯ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, আহতদের ডোডা ও কিশতওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহতদের এয়ারলিফট করার জন্য একটি হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি মুর্মু সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’(সাবেক টুইটার)-এ একটি পোস্টে লিখেছেন, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনাটি বেদনাদায়ক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।