ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ডমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জনের প্রাণহানি

ডমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার বাসিন্দা।

দেশটির প্রেসিডেন্ট বলছেন, জলবায়ু পরিবর্তনকে অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।

রোববার ক্যারিবিয়ান দেশটির ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (সিওই) বলেছে, গত ৪৮ ঘণ্টার প্রবল বর্ষণে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় ১৩ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ এলাকায় চলে যেতে হয়েছে। ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। আর প্রাণ গেছে ২১ জনের।

জাতীয় পুলিশ জানায়, শনিবার প্রবল বৃষ্টির মধ্যে একটি মহাসড়ক টানেলের দেয়াল ধসে কয়েকটি গাড়ির ওপর পড়ে ৯ জনের মৃত্যু হয়। রাজধানী সান্তো ডমিঙ্গোর এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সড়ক দিয়ে দ্রুত বেগে বয়ে যাওয়া পানি বহু গাড়ি ভাসিয়ে নিচ্ছে, ভবনগুলো নিচ তলা ডুবে আছে।  

দেশটির ৩২ প্রদেশের মধ্যে অধিকাংশ প্রদেশেই সতর্কতা রয়েছে।  

ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুই আবিনাদের বলেন, ডমিনিকান রিপাবলিকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বৃষ্টিপাতের ঘটনা।  

বিশাল ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, যারা জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না, তারা আজ থেকেই বিশ্বাস করতে শুরু করুন।  

আবিনাদের বলেন, বুধবার পর্যন্ত স্কুলের ক্লাস বন্ধ রাখা হয়েছে।  

গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ থেকে পরবর্তী ঘণ্টার জন্য দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে শঙ্কা রয়েছে। সেখানকার মার্কিন দূতাবাস এমন তথ্য দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।