ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের মন্ত্রীর ছেলে নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
গাজায় ইসরায়েলের মন্ত্রীর ছেলে নিহত  ছবি: সংগৃহীত

গাজায় অভিযান চালানোর সময় বিস্ফোরণে নিহত হয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ছেলে। তার নাম গাল আইসেনকোট।

তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে মাস্টার সার্জেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন।

সাবেক ওই সেনাপ্রধান বর্তমানে ইসরায়েলের মন্ত্রিসভার একজন সদস্য।

ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবার উত্তর গাজায় ২৫ বছর বয়সী মাস্টার সার্জেন্ট গাল আইসেনকোট মারা গেছেন।

ইসরায়েলি মিডিয়া বলেছে, এমএসজিটি আইজেনকোট একটি টানেল শ্যাফ্ট বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন তিনি পরে হাসপাতালে মারা যান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, গাল আইজেনকোট একজন সত্যিকারের নায়ক। আমাদের বীরদের আত্মদান বৃথা যাবে না। বিজয় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।

৬৩ বছর বয়সী গাদি আইজেনকোট একজন কঠোর যোদ্ধা। অবসরপ্রাপ্ত এ জেনারেল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ইউনিটি পার্টির একজন আইন প্রণেতা তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর স্থাপিত নেতানিয়াহুর জরুরি সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।