ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কারাগার থেকে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কারাগার থেকে নিখোঁজ

রাশিয়ার বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সোমবার তার আইনজীবীরা এমনটি দাবি করেছেন।

তাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। খবর সিএনএনের।

গেল আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে তার এ কারাদণ্ড হয়। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা বন্ধ করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাভালনিকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

বিরোধী এ নেতার মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইনজীবীরা দুটি পেনাল কলোনিতে ঢুকতে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। নাভালনি গুরুতর অসুস্থ।  

তিনি বলেন, আইনজীবীরা জানতে পেরেছেন ৪৭ বছর বয়সী নাভালনি আইকে-৬ বা আইকে-৭ কোনো পেনাল কলোনিতেই নেই।

নাভালনি গত ছয় দিন ধরে নিখোঁজ বলে উল্লেখ করে কিরা বলেন, শুক্রবার ও সোমবার কোনো পেনাল কলোনিই তাদের আবেদনে সাড়া দেয়নি।  

রুশ প্রেসিডেন্ট পুতিনের এ সমালোচক ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরলে গ্রেপ্তারের পরের মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।