ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২

ওয়েলিংটন: নিউজিল্যান্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। পরীক্ষামূলক উড্ডয়নের সময় বৃহস্পতিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়।



দেশটির দক্ষিণ দ্বীপের ইনভেরকারগিল শহরের ব্লাফ পোতাশ্রয় থেকে শুক্রবার বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মেরিটাইম নিউজিল্যান্ড শুক্রবার এ তথ্য জানায়।

তবে পানিতে ডুবে থাকা হেলিকপ্টারটি অক্ষত অবস্থায় ছিলো বলে নিউজিল্যান্ডের জলসীমা উদ্ধার সমন্বয়কারী ট্রেসি ব্রিকলেস জানান। তিনি বলেন, ‘হেলিকপ্টারের ভিতরে চালকের ও এর কাছেই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। ’

নিহতদের পরিচয় জানানো না হলেও তাদের পরিবার-আত্মীয়দের পুলিশ দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছে বলে ব্রিকলেস জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ