ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯৬ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
৯৬ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না 

সৌদি আরবের অধিকাংশ নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না। সম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া শতকরা ৯৬ ভাগ সৌদি নাগরিক বলেছেন, গাজায় দখলদার ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেজন্য তেল আবিবের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক ছিন্ন করা উচিত।  

‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’ পরিচালিত এই জনমত জরিপে পরিষ্কার দেখা যায়, সৌদি আরবের প্রায় সব মানুষ ইসরায়েলের সঙ্গে অন্য আরব দেশগুলোর যেকোনো রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটর।  

জরিপে দেখা যায় সৌদি আরবের শতকরা ৯১ ভাগ মানুষ মনে করেন- গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও চূড়ান্তভাবে ফিলিস্তিন, আরব এবং মুসলিম জনগণের বিজয় হবে।

আগস্ট মাসের তুলনায় সৌদি আরবে হামাসের জনপ্রিয়তা ৩০ ভাগ বেড়েছে। এছাড়া, সাম্প্রতিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে যে, ইসরায়েল আগের চেয়ে দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণভাবে বিভক্ত- এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে শতকরা ৮৭ ভাগ উত্তরদাতা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।